প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।স্বাধীন দেশ অর্জনে যাদের ভূমিকা রয়েছে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।৭১ থেকে অদ্যবদি দেশকে এগিয়ে নিতে যারা আন্তরিকতার সাথে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সোনার বাংলায় সোনার মানুষ চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কিন্তু এখনও সোনার মানুষ তৈরী হয়নি।তিনি স্বাধীনাত্তোর দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে চেয়েছিলেন কিন্তু সৎ ও দেশ প্রেমিক মানুষ অভাববোধ করেছিলেন তিনি।ঘাতকরা নির্মমভাবে স্বপরিবারে হত্যা করলেন বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারকে।ফলে থেমে গিয়েছিলো দেশ এগিয়ে যাওয়ার নবযাত্রা।
আমি দেশকে পৃথিবীবাসির কাছে সুন্দর ভাবে উপস্থাপন করতে চাই।বহি:বিশ্বের কাছে দেশকে সুন্দর ভাবে তুলে ধরতে চাই।তাই ভালো খবর ও ভালো কাজগুলো উপস্থাপন করবো গুরুত্বের সাথে।ভালো কাজের প্রশংসা হলে অন্যরাও ভালো কাজ করতে উৎসাহিত হবে।
খারাপ খবরগুলো সাবধানতার সাথে তুলে ধরবো। যাতে কারো সম্মানহানি না হয়।খেয়াল রাখবো যাতে কারো কষ্টার্জিত সম্মান হানি না হয় আমার পত্রিকার মাধ্যমে। পত্রিকার সাথে থাকার জন্য সকলকে উদাত্ত আহবান করছি।
সহিদ উল্লাহ মিয়াজী
সম্পাদক
দৈনিক রেনেসাঁ
০৯-০৯-২০২০