নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের ডাকা রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতালের আগের দিন শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে নগরীর ঢুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
জানা যায় , নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল পাপিয়া ট্রান্সপোর্ট নামের একটি বাস। রাত সাড়ে ১১টার দিকে এতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনটি মোটরসাইকেলে তিন আরোহী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। যখন আগুন দেখে চিৎকার করলাম তখন মোটরসাইকেলগুলোর আরোহীরা শহরের দিকে চলে যায়। মোটরসাইকেলগুলোতে কারা ছিল, দেখা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন, কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। বাসটি দাঁড়িয়ে ছিল। আগুন লাগার ১০ মিনিট পর খবর পেয়েছি। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর ২০২৩, সকাল ১১:৫৫
Discussion about this post