নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা আক্তার (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভা কেন্দ্রা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ঝর্ণা আক্তার কেন্দ্রা গ্রামের চা দোকানদার আব্দুল জলিলের ছোট মেয়ে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
জানা যায়, ঝর্ণা উপজেলার গোত্রশাল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। দেড় মাস আগে দুবাই প্রবাসী ফুফাতো ভাই আব্দুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে তার বিয়ে হয়। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর নিজ বসতঘরে অজ্ঞাত কেউ এলোপাতাড়ি কুপিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। ঝর্ণার চিৎকার শুনে পাশের ঘর থেকে জয়নাল আবেদীনের স্ত্রী দোকানে গিয়ে আব্দুল জলিলকে খবর দেন। জলিল এসে মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝর্ণাকে মৃত ঘোষণা করেন।
ঝর্ণার বাবা আব্দুল জলিল বলেন, আমার মেয়েকে কে বা কারা হত্যা করেছে আমার জানা নেই। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।
নাঙ্গলকোট থানার এসআই সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর ২০২৩, রাত ১২:২৭
Discussion about this post