চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে ভাইয়ের সাথে অভিমান করে সাদিয়া আক্তার (১৬) নামে দশম শ্রেণির মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন বৈদ্দেরখীল গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে ও চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ও ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী।
জানা গেছে, সাদিয়া শুক্রবার রাত আনুমানিক ১১টায় পরিবারের সাথে অভিমান করে সকলের অগোচরে বসতবাড়ীর নির্মাণাধীন ভবনের একটি রুমে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁছিয়ে সিলিং ফ্যানের হুকের সাথে ঝুলে আত্মহত্যা করে। শনিবার (১১নভেম্বর) সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় সাদিয়াকে দেখতে পেয়ে দরজা ভেঙ্গে তার নিথর দেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে শনিবার সকাল সাড়ে নয়টায় চৌদ্দগ্রাম থানার এসআই আলমগীর হোসেন ও সাইদুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মায়ের সাথে কথা বলে থানায় অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে।’
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর ২০২৩, রাত ০৭:০০
Discussion about this post