রেনেসাঁ ডেস্ক
জামায়াতে ইসলামীও আজ রাজধানীতে মহাসমাবেশ করার অনুমতি পেতে পারে। দলীয় সূত্র জানিয়েছে, সরকারের মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাদেরকে জামায়াত আশ্বস্ত করেছে শান্তিপূর্ণ সমাবেশ হবে। এর প্রেক্ষিতে পুলিশও জামায়াতকে মহাসমাবেশ করার মৌখিক অনুমতি দিয়েছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য জানা যায়নি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ তিন দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ ডেকেছে জামায়াত। দলটির একজন নেতা জানিয়েছেন, সেখানে নয় নটর ডেম কলেজের আশপাশে সমাবেত হবে জামায়াত। সেখানে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ হবে। প্রশাসনের সিদ্ধান্তে বদল না এলে দুপুর দুইটার দিকে সমাবেশ শুরু হবে। বিএনপির নেতাকর্মীরা আগের রাত থেকে নয়াপল্টনে অবস্থান নিলেও জামায়াতের নেতাকর্মীরদের শনিবার দুপুরে মতিঝিল এলাকায় জমায়েত হতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মতিঝিলে মহাসমাবেশ করতে চেয়ে গত ২৪ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দেয় জামায়াত। ডিএমপি কর্মকর্তারা তখন জানান, নিবন্ধন না থাকায় জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না। তবে শুক্রবার ২০ শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। এরপর জামায়াত নেতারা ফের সরকার ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে। যদিও এর আগেই দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বিবৃতি বলেন, শনিবার মহাসমাবেশ হবে। জামায়াতের তরফে সাংবাদিকদের কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়ে চিঠিও দেওয়া হয়।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৩৬টি দল আজ রাজধানীতে সমাবেশ করবে। সবাই অনুমতি পেয়েছে। এর মধ্যে বিএনপিসহ ছয়টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। জামায়াত সূত্র জানিয়েছে, শনিবার সমাবেশ করতে, প্রশাসনের কাছে এই যুক্তিতেই প্রশ্ন রাখা হয় যে- অন্য অনিবন্ধিত দল যদি সমাবেশ করতে পারে, তাহলে জামায়াত কেনো পারবে না?
গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দলটির সূত্রের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবও সভা সমাবেশের বিষয়ে সহায়ক হিসেব কাজ করছে।
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, সকাল ০৮:৩৫
Discussion about this post