নিজস্ব প্রতিবেদক
মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধিন নির্যাতনের শিকার সুমাইয়া আক্তার সুমি নামে এক শিশু গৃহকর্মীর ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্চনার স্বীকার হয়েছেন যমুনা টেলিভিশনের ব্যুরো চীফ রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও ভিডিও জার্নালিস্ট কামরুল হাসান। বুধবার সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হওয়া ওই গৃহকর্মীর ভিডিও ধারন করতে গেলে ভিডিও ধারণে বাধা দেয়া ডা. আবু জাফর সানি নামে এক চিকিৎসক। এসময় রিপোর্টার তাকে অনুরোধ করেন যে, তারা একজন অসহায় শিশুর চিকিৎসা দিচ্ছেন তার একটু ভিডিও ধারন করার। তাতেও বাধাদেন ডা. আবু জাফর সানি ও তার লোকজন। পরে তার লোকজনসহ ক্ষিপ্ত হয়ে যমুনা টেলিভিশনের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে লাঞ্চিত করে হাসপাতাল থেকে বের করে দেন। এবিষয়ে কথা বলতে হাসপাতালের পারিচালক আজিজুর রহমান সিদ্দিকীকে ফোন করা হলে তিনি প্রথমে ঘটনা শুনে সরকারি অনুষ্ঠানে আছেন বলে ফোন কেটে দেন। পরে দুপুর ১২. ২০ এ ফোন করে জানান লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।
এদিকে যমুনা টিভির সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকনের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক-বিএফইউজে’র সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী। তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর ২০২৩, বেলা ০৩:৩৮
Discussion about this post