মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে আমেনা খাতুন (৮১) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা আমেনা খাতুন উপজেলার মোচাগড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত তালেব আলি ব্যাপারীর স্ত্রী।
নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানান, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যান তার মা আমেনা খাতুন।
বৃহস্পতিবার সকালে বৃদ্ধার নাতি সাগর সকালের খাবার খাওয়ার জন্য ডাক দিতে গিয়ে দেখে ঘরের তিনটি দরজাই খোলা। পরে ঘরে প্রবেশ করে দেখে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমেনা খাতুন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয়াদি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল ওই বৃদ্ধার। তাদের ধারণা ওই বৃদ্ধার পরিবারের সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩, রাত ১১:৩০
Discussion about this post