নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে স্বনামধন্য মুফাসসীরদের সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে আজ শনিবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলয়তনে “মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নৈতিক অবক্ষয় রোধে করণীয়” শীর্ষক মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মাওলামা আব্দুল হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা অধ্যাপক নূরুল আমীনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দীন জাফরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগির মহিউদ্দিন, তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাড. জালাল উদ্দীন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম।
এছাড়াও সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার, মাও শাহ আরিফ বিল্লাহ পীর, মাও কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাও ইসহাক আল মাদানী, অধ্যক্ষ মাও মোশাররফ হোসাইন, হাফেজ লুতফর রহমান, ড সাইয়্যেদ আবু নোমান, মাও আব্দুস সালাম মাদানী, মাও ফখরুদ্দীন আহমাদ, মাও নাসির উদ্দীন হেলালী, মুহাদ্দিস মাহমুদুল হাসান, মাও মোশতাক ফয়েজী পীর, মাও মাহমুদুর রহমান দিলাওয়ার, মাও আব্দুল মান্নান আনসারী, হাফেজ কামরুল ইসলাম খান, অধ্যক্ষ মাও মাহমুদুল হাসান, মাও মুজিবুর রহমান, মাও ইসমাইল আলম হাসানী, মাওলানা মোল্লা নাজিম উদ্দীন, মাও ইব্রাহিম খলিল মুজাহিদ,মাও শরিফুল ইসলাম বেলালী, হাফেজ মাও আবু বকর সিদ্দিক, মাও রুহুল আমিন, মাও ফজলুল করিমসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, সকাল ০৮:১৬
Discussion about this post