চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পাচারের সময় একটি যাত্রীবাহী বাস থেকে ৪৫টি দেশি-বিদেশি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে বিরল ৪ প্রজাতির ওই ৪৫ টি কচ্ছপ উদ্ধার ও পাচারকাজে জড়িত থাকার এক কিশোরকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার মধ্যরাতে চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ এবং ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো.মোজাম্মেল হোসেন ও রেঞ্জ কর্মকর্তা সনাতন কুমার সহ যৌথ অভিযান চালিয়ে মহাসড়কের হায়দারপুল নামক এলাকা থেকে চট্টগ্রাম টু মংলাগামী জি.এস ট্রাভেলস্-এর যাত্রীবাহী বাসের পেছনের বক্স হতে তিনটি ককশিটের কার্টুন ভর্তি দেশি-বিদেশি বিরল ৪ প্রজাতির ৪৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে জড়িত সন্দেহে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মাদারতলী গ্রামের বিধান চন্দ্র অধিকারীর ছেলে বিষয় অধিকারীকে (১৭) আটক করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় গাড়ির সুপারভাইজারে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান- তিনটি ককশীটের কার্টুন ফেনী থেকে একজন ব্যক্তি মংলা নিয়ে যাওয়ার জন্য জি.এস ট্রাভেলস্ নামীয় বাসে তুলে দেয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোর মধ্যে সুন্দি কচ্ছপ ১৯টি, হলদে কচ্ছপ ১১টি, কড়ি কচ্ছপ ৫টি ও পিকক কচ্ছপ ১০টিসহ মোট ৪৫টি।
এ বিষয়ে তিনি বলেন, উদ্ধারকৃত জীবন্ত কচ্ছপ অবমুক্ত করার জন্য ঢাকার বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে । জীবন্ত কচ্ছপ বহন করায় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু বিষয় অধিকারীকে বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, বেলা ০২:২৭
Discussion about this post