নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরীয়া গ্রামের কৃতি সন্তান,শ্রীফলিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার আহমদ উল্লাহ ভুঁইয়ার জানাজা ও দাফন রবিবার সকালে অধ্যাপক মাওঃ মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আহমদ উল্লাহ ভুঁইয়া দীর্ঘ সময় ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় ৮০ বছর বয়সী এই সমাজ সেবক ইন্তেকাল করেন। মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিরা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হযেছ।
জানাজায় অংশগ্রহণ করেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী, সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ মজুমদার, বর্তমান চেয়ারম্যান এম এ হামিদ,আবু সায়েম মজুমদার শিপু, আবু সায়েম আজাদ, কিশোরগঞ্জ জজ কোর্টের জজ মোহতাসিম বিল্লাহ, উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির,নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঠিকাদার ও যুবলীগ নেতা এইচ এম মহিন ুদদ্দিন মিয়াজী, পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এইচ এম ফরিদ, যুবলীগ নেতা আলমগীর মজুমদারসহ হাজারো গুণগ্রাহী।
জানাজা পরিচালনা করেন অধ্যাপক মাওঃ মুহাম্মদ উল্লাহ ভূঁইয়ার বড় ছেলে মাওঃ আবু বকর সিদ্দিক।
প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, রাত ১০:৪১
Discussion about this post