বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় জমির বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত সাতজন। শুক্রবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।
বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন- জালগাঁও গ্রামের মৃত হাসন আলীর ছেলে আব্দুস সাত্তার (৬২) ও একই গ্রামের জামাল হোসেনের ছেলে খোরশেদ (৩৫)। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা জানান, জমি নিয়ে অনেক বছর ধরে সাত্তার ও খোরশেদের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে উভয়পক্ষের বেশ কয়েকটি মামলাও চলছে। শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করতে যান সাত্তার। এতে ক্ষিপ্ত হয়ে খোরশেদ তার লোকজন নিয়ে হামলা চালায় সাত্তারের ওপর। পরে আহত অবস্থায় সাত্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাত্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে খোরশেদের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ সময় উভয়পক্ষের আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি ফিরোজ হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই এ সংঘর্ষ হয়েছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশ: শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩, রাত ০৭:৫৫
Discussion about this post