মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
কুমিল্লায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, ছাত্র ধর্মঘট ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।
এই কোর্সটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভূক্ত ৪ বছর মেয়াদী মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং কোর্স।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে কাফনের কাপড় পরে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
চার দফা দাবিগুলো হলো- কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ, অ্যালাইড বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ প্রদান।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে সরকারিভাবে কোনো নিয়োগ দেয়া দেওয়া হচ্ছে না। প্রতি বছর ৭ থেকে ১০ হাজার শিক্ষার্থী পাস করে বের হলেও সেসব শিক্ষার্থীরা বেকার থেকে যাচ্ছে। এ বেকারত্ব থেকে আমরা মুক্তি চাই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ছাড়া তাদের এ দাবি পূরণ সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা।
এসময় আন্দোলনকারীরা আরো বলেন, আমরা আমাদের চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট,পরীক্ষা বর্জন ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাব। এছাড়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণাও দেওয়াও হয় কর্মসূচিতে।
এতে আরও বক্তব্য রাখেন, শাওন চন্দ্র শীল হাসিবুল ইসলাম মেহেদী হাসান
মুন্নী খাতুন প্রমুখ।
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩, বিকাল ০৫:০০
Discussion about this post