চৌদ্দগ্রাম প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) প্রয়াত চেয়ারম্যান কাজী জাফরের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চৌদ্দগ্রামে তার নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার কাজী জাফরের কবর জিয়ারত, মোনাজাত ও পুষ্পমাল্য অর্পণ শেষে স্মরণ সভায় অংশগ্রহণ করেন জাতীয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
সভায় উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী শহীদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির একাংশের (জাফর) চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার।
বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান, জাতীয় পার্টির (জাফর) ভাইস চেয়ারম্যান কাজী মো. নাহিদ, যুগ্ম মহাসচিব কাজী মো. নজরুল, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির (এরশাদ) কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক কাজী নজমুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির (জাফর) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী পাশা।এ সময় বক্তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন।তারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিয়ে সরকার পতনে রাজপথে থাকার ঘোষণা দেন।
প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট ২০২৩, রাত ০১:৫০
Discussion about this post