তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় খেলতে গিয়ে নিখোঁজের তিন দিন পর আরিয়ান হোসেন নামে সাত বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, ওই শিশুকে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের উত্তর পাড়ায়। শনিবার (১৯ আগস্ট) দুপুরে ওই গ্রামের বজলুর রহমানের ভরাটকৃত জমির কাশবন থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আরিয়ান কলাকান্দি গ্রামের মাস্টারবাড়ির সৌদিপ্রবাসী আবুল কাশেমের ছেলে। সে কড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন পেরুজল ইসলামিক স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে আরিয়ান ঘর থেকে খেলতে বের হলে সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় মা খোরশদা বেগম শুক্রবার তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শনিবার দুপুরে কাশবন থেকে আরিয়ানের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। আমরা হত্যার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি।
আশা করছি খুব দ্রুত খুনিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।’
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট ২০২৩, রাত ০৯:২৮
Discussion about this post