নিজস্ব প্রতিবেদক
সোমবার (১৪ আগস্ট) জামায়াতের নেতা ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ইন্তেকালের পর থেকে রাজধানীর পরিস্থিতি বেশ উত্তপ্ত। মঙ্গলবারও (১৫ আগস্ট) দলটির সমর্থকরা এ ধারা বজায়ে রেখেছেন।
বিশেষ করে সাঈদীর ভক্ত-সমর্থকরা। তারা প্রিয় নেতার গায়েবানা জানাজা আদায় করতে চায়। কিন্তু পুলিশের পক্ষ থেকে না করা হয়।
এমন পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে অবস্থান নেন তারা।
জোর করে গায়েবানা জানাজা আদায় করেন। বর্তমানে এলাকাটির অবস্থা উত্তপ্ত।
জানা গেছে, বায়তুল মোকাররমের সামনে জামায়াতের অনুসারীরা গায়েবানা জানাজা আদায়ের পর পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ দলটির চার কর্মীকে আটক করেছে।
দুপুর দুইটার দিকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রোহানী এসব তথ্য জানান। তিনি বলেন, আটকের বিষয়টা আমরা পরে জানাবো। এখন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি।
প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, বেলা ০২:৪৬
Discussion about this post