নিজস্ব প্রতিবেদক
কারাবন্দী জামায়াত নেতা ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন।
তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বিএসএসএমইউর ডি ব্লকের সামনে উৎসুক জনতার ভিড় জমতে শুরু করেছে। সোমবার (১৪ আগস্ট) রাত ১০ টার দিকে হাজার হাজার মানুষের উপস্থিতির এ চিত্র দেখা যায়।
এ সময় জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য গুণগ্রাহী ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ভিড় জমান। অনেককে আহাজারি করে কাঁদতেও দেখা যায়। হাসপাতালের সামনে যেন শোকের মাতম চলছে।
উল্লেখ্য,
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৭৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি ১৯৮২ সালে জামায়াতের রুকন হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৮৯ সালে তিনি জামায়াতের মজলিশে শূরা সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। আল্লামা সাঈদী ২০০৯ সাল থেকে আজ অবধি জামায়াতের নায়েবে আমীরের দায়িত্ব পালন করছেন।
সংসদ সদস্য
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেয়া হয়। তিনি মাত্র ৬,৯৯৬ ভোটে পরাজিত হন।
২০০১ সালে তিনি ১,১০,১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী সুধাংশু শেখর হালদার ৭৬,৭৩১ ভোট পেয়েছিলেন। ১৯৯৬ সালে সারাদেশে জামায়াতে ইসলামীর মাত্র তিনজন সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আল্লামা সাঈদী ৫৫,৭১৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগে প্রার্থী সুধাংশু শেখর হালদার পেয়েছিলেন ৫৫,৪৩৭ ভোট।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, রাত ১১:০৭
Discussion about this post