লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ সড়কে বালুভর্তি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার দুর্ঘটনায় মো. মাহিন উদ্দিন (১৯) নামে একজন নিহত এবং শিশুসহ তিনজন আহত হয়েছেন। নিহত মো. মহিন উদ্দিন সিএনজি চালিত অটোরিকশার চালক। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাজিরপাড় গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। গতকাল রবিবার (১৩ আগষ্ট) রাতে ওই সড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সিএনজি চালিত অটোরিকশার চালক ওইদিন রাত পৌনে ৮ টার দিকে মনোহগঞ্জ থেকে শিশুসহ তিনজন যাত্রী নিয়ে লাকসামে যাচ্ছিল। পথিমধ্যে মোহম্মদপুর নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কে দাঁড়ানো বালুভর্তি একটি ড্রামট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক এবং শিশুসহ অপর তিন যাত্রী আহত হয়।
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে লাকসাম হাসপাতালে ভর্তি করেন।
পরে আহত সিএনজি চালককের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, বেলা ০২:১৩
Discussion about this post