কুবি প্রতিনিধি
অস্ত্র মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৯ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবুর রহমান বাহার।
মুজিবুর রহমান বাহার জানিয়েছেন, ২০১৫ সালে কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলবার ও একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে আটক করে র্যাব।
অস্ত্র উদ্ধারের ঘটনায় সেসময় র্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত মামলার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় ইলিয়াস উপস্থিত ছিলেন না।
কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, এটি ষড়যন্ত্রমূলক মামলা। আমার কাছে কোনো অস্ত্র পায়নি। আমি এ বিষয়ে আদালতের সুবিচার চাই।
প্রকাশ: বুধবার, ০৯ আগস্ট ২০২৩, রাত ০৮:৩০
Discussion about this post