নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় চাঞ্চল্যকর পৃথক দুটি হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৩ এবং নারী শিশু আদালতে দুটি হত্যা মামলায় রায় দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ৩১ আগস্ট কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মনিরুল ইসলাম হত্যাকাণ্ডের মামলায় ৪ জনের ফাঁসির আদেশসহ সাজাপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে রায় দেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৩ এর বিচারক রোজিনা খান এ রায় দেন।
সম্পত্তির ভাগাভাগি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র জগতপুর গ্রামের মনিরুল ইসলাম এবং প্রতিবেশী কনু মিয়ার মাঝে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে কনু মিয়া দলবল নিয়ে নজরুল ইসলামের বাড়ি ঘেরাও করে মালেক, মফিজুল, ইউসুফসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে মনিরুলকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মনিরুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে ঘটনার দিন ২০০৩ সালের ৩১ আগস্ট ১৬ জনের নামে মামলা করেন। এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন।
অপরদিকে কুমিল্লার লাকসামের গোপালপুর গ্রামে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি নাছিমা আক্তার নামের এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করে গলায় ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ঘাতক মো. মহিন উদ্দিনকে নারী ও শিশু নির্যাতন দমন আদালত মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।
প্রকাশ: মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩, রাত ১১:২৬
Discussion about this post