নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ অতর্কিত ভাবে লাঠিচার্জ করে এবং মিছিল থেকে ৫ কর্মীকে আটক করে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রাজগঞ্জ মোড় থেকে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
সারাদেশে মিছিল সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদ এবং নির্দলীয় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে এ বিক্ষোভ মিছিল করে কুমিল্লা মহানগর জামায়াত।
মিছিলে হামলা ও দলীয় কর্মী আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি আধ্যাপক এমদাদুল হক মামুন।
প্রকাশ: রবিবার, ০৬ আগস্ট ২০২৩, সকাল ১১:৫৪
Discussion about this post