দেবীদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের পানা উল্লাহ হাজীবাড়ির সৌদিপ্রবাসী জাহাঙ্গীর আলমের ঘরে এই চুরির ঘটনা ঘটে।
এ সময় চোরের দল নগদ আট লাখ ৮৯ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ জায়গা-সম্পত্তির দলিলপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। চোরদের প্রহারে মারাত্মক আহত হয়ে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী মরিয়ম আক্তার নিপা।
খবর পেয়ে শুক্রবার (৪ আগস্ট) দুপুরে দিকে দেবীদ্বার সরকারি হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে দেবীদ্বার থানা পুলিশের একটি দল।
শুক্রবার দুপুরে প্রবাসী জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে বলেন, আমি একজন বৈধ স্বর্ণ ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকেলের দিকে আমার পাঠানো একটি স্বর্ণের বার (যার ওজন ১০ ভরি) উপজেলার কংশনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী ফরহাদের দোকানে বিক্রি করে আট লাখ ৮৯ হাজার টাকা নিয়ে আমার স্ত্রী মরিয়ম বেগম নিপা বাড়িতে যায়। এদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আমার ঘরে ঢুকে রক্ষিত সোনা বিক্রির পুরো টাকা ও আমার জায়গা-জমির দলিলপত্রসহ আমার স্ত্রীর ব্যবহৃত আরো ১০ ভরি স্বর্ণ লুট ও ঘরের আসবাবপত্র তছনছ করে চোররা।
এতে আমার স্ত্রী বাধা দিলে চোরের দল তাকে বেদম প্রহার করে। বর্তমানে আমার স্ত্রী দেবীদ্বার সরকারি হাসপাতলে চিকিৎসাধীন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণধর জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি।
প্রকাশ: শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩, রাত ০৭:৪০
Discussion about this post