মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে সেবাপ্রত্যাশীদের হয়রানিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী একটি স্মার্ট রেকর্ড রুম চালু করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা এ উপজেলায় যোগদানের পরপরই ভূমি সংক্রান্ত সেবাপ্রত্যাশীদের হয়রানিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে নানামুখী কার্যক্রম শুরু করেন।
এরই মাঝে তিনি ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতায় নিজ কার্যালয়ের পাশের পরিত্যক্ত একটি ঘরকে আধুনিকভাবে স্মার্ট রেকর্ড রুম হিসেবে তৈরি করেন। যাকে বলা হয় আধুনিক নথিশালা। এতে এ উপজেলার ভূমি সেক্টরে দালালদের দৌরাত্ম্য এবং ভূমি সংক্রান্ত সেবাপ্রত্যাশীদের হয়রানি বন্ধ হবে বলে জানান কর্মকর্তারা।
বৃহস্পতিবার এ রেকর্ড রুমটি উদ্বোধন করবেন নবাগত জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান। এরপর থেকেই জনসাধারণের জন্য এ রেকর্ড রুমটি উন্মুক্ত করে দেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, একজন সরকারি কর্মকর্তা চাইলেই যে একটা এলাকার চেহারা পালটে দিতে পারেন, অসহায় মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে পারেন-তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই সহকারী কমিশনার নাজমুল হুদা। হয়রানি আর দুর্নীতিমুক্ত পরিবেশে সেবা দিতে পেরে যেমনি খুশি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, তেমনি আনন্দিত ভূমি অফিসে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষরাও।
নাজমুল হুদা যোগদানের পর পরই দীর্ঘদিন থেকে একই কর্মস্থলে থাকা প্রায় ২০ জন কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করিয়েছেন। তিনি গত অর্থবছরে ই-নামজারি ৮ হাজার ৫৩৯টি হলেও এই অর্থবছরে ১৫ হাজার ১০২টি নামজারি নিষ্পত্তি করে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা বলেন, অনেক অফিসে অনুমতি ছাড়া সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন না। কিন্তু আমার দপ্তরকে সবার জন্য উন্মুক্ত করে রেখেছি। যে কেউ ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে আমার সামনে হাজির হতে পারেন। প্রতিটি দিনই ভুক্তভোগী সেবাগ্রহীতাদের সমস্যার কথা আমি শুনি, তাদের সমস্যা দ্রুত সমাধানেরও চেষ্টা করি।
তিনি আরও বলেন, স্মার্ট ফোনের মাধ্যমে ঘরে বসেই সেবা সংক্রান্ত বিভিন্ন আবেদন করছেন ভূমি মালিকরা। উপজেলার সর্বস্তরের ভূমি মালিকদের স্মার্ট ভূমিসেবা দিতেই এই স্মার্ট রেকর্ড রুম প্রস্তুত করা হয়েছে।
প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩, রাত ১২:৫৬
Discussion about this post