নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।
বুধবার বিকালে নগরীর নিমতলী থেকে বের হয়ে মিছিলটি কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ূম, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির প্রমুখ।
প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩, রাত ১২:৫০
Discussion about this post