মোঃ সাইফুল ইসলাম, (নাঙ্গলকোট)
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুলের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালক ও প্রধান শিক্ষক মাষ্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন; বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুলের পরিচালক ও সহ-প্রধান শিক্ষক মাষ্টার এরশাদ উল্লাহ সোহেল,সাংবাদিক সাইফুল ইসলাম,পরিচালক ও সিনিয়র শিক্ষক মাষ্টার মাঈন উদ্দিন,মাষ্টার শাখাওয়াত হোসেন,পরিচালক ও শিক্ষক রাশেদা সেলিম।
এসময় উপস্থিত ছিলেন;স্কুল পরিচালক ও শিক্ষক মাওঃ রবিউল হক,পরিচালক খন্দকার বিল্লাল হোসেন,মাওঃ মনির হোসেন,মাষ্টার মোজাম্মেল হক,নুর হোসেন,জাহিদুল ইসলাম, আসমা আক্তার,মনির হোসেন,শাহাদাৎ হোসেন, লিজা আক্তার,খোরশেদ আলম কিশোরকন্ঠ পাঠক ফোরামের সদস্য নেছার উদ্দিন প্রমূখ।
বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় ২০জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন।এদের মধ্যে ০৪জন A+,১৬জন A গ্রেড লাভ করে।
উপজেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের মধ্যে বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল ও ইতিপূর্বে ফলাফলের দিক থেকে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলেই খুশি। ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার জন্য স্কুল কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান স্কুল শিক্ষক/শিকিক্ষা বৃন্দ।
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই ২০২৩, বিকাল ০৫:০৬
Discussion about this post