কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারের আওয়ামী লীগের সাড়ে ৬০০ নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মানবিক চিকিৎসক খ্যাত ডা. ফেরদৌস খন্দকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন তিনি।
শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা চ্যাপ্টারের আয়োজনে ও ডা. ফেরদৌসের নেতৃত্বে ১২টি বাসে করে নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় যান। শনিবার (২৯ জুলাই) দুপুর ২টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নেতাকর্মীদের মধ্যে অনেকে আগে কখনো টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে যাননি। এবার যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
ডা. ফেরদৌস খন্দকারের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেন ইউএসএ শাখার সাধারণ সম্পাদক আল-আমিন বাবু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ কে এম শফিকুল আলম (ভিপি কামাল), দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজ খান, সহসভাপতি মোসলেউদ্দিন মাস্টার, লুৎফর রহমান বাবুল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়া পরিদর্শনের মাধ্যমে সাড়ে ছয় শতাধিক প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
যারা এত দিন অর্থসহ বিভিন্ন সমস্যার কারণে এখানে আসতে পারেননি, স্বপ্নের পদ্মা সেতু দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন তারা।
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই ২০২৩, বিকাল ০৬:১২
Discussion about this post