মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ছুরিকাঘাতে মাসুম সরকার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার কামাল্লা মাদরাসা মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম সরকার একই এলাকার আবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে জহির ড্রেজারের ব্যবসা শুরু করেন। পরে বিদেশে ফিরে মাসুম সরকার ও তার পরিবারের লোকজনও ড্রেজারের ব্যবসা শুরু করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। গত শনিবার জহির লোকজন নিয়ে মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙে দেন। এ ঘটনায় থানায় অভিযোগ করেন মাসুম। এতে ক্ষিপ্ত হন প্রতিপক্ষরা। রোববার বিকেলে কামাল্লা মাদ্রাসা মাঠে মাসুম সরকার ফুটবল খেলা দেখতে গেলে জহিরসহ অন্যরা তার উপর হামলা চালান। এর একপর্যায়ে ছুরিকাঘাতে মাসুম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রকাশ: সোমবার, ৩১ জুলাই ২০২৩, সকাল ০৯:১৭
Discussion about this post