মো: সাইফুল ইসলাম, কুমিল্লা
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ সকল নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩০ জুলাই (রবিবার) সকাল সাড়ে ৯টায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা অংশে এটি অনুষ্ঠিত হয় ।
মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা জামায়াত নেতা মিজানুর রহমান, বেলাল হোসাইন, জয়নাল আবেদীন, ইসরাঈল মজুমদার, ইসলামি ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্ব শাখা সভাপতি নাজমুল হাসানসহ হাজারো নেতা কর্মী অংশগ্রহণ করেন।
প্রকাশ: রবিবার, ৩০ জুলাই ২০২৩, রাত ১১:২৫
Discussion about this post