নিজস্ব প্রতিবেদক
সংখ্যায় জিপিএ ৫ সবচেয়ে বেশি পেয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুলে ৫৫৫ জন, ২য় অবস্থানে রয়েছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ জিপিএ ৫ পেয়েছে ৩৬২ জন। ৩য় অবস্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল পেয়েছে ৩৩৬ জন জিপিএ ৫।
তবে শতকরা হারে কুমিল্লা জিলা স্কুলে জিপিএ-৫ এর হার ৯০.০৮ শতাংশ যা পুরো বোর্ডে সর্বোচ্চ, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ এর হার ৮৮.২৩ শতাংশ, কুমিল্লা মডার্ণ স্কুলে জিপিএ-৫ এর হার ৪৪.৫০ শতাংশ।
এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া মেয়েদের সংখ্যা বেশি, ৬ হাজার ৯১৮ জন। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭০৫ জন।
এদিকে সংখ্যার দিক দিয়ে জিপিএ-৫ প্রাপ্ত স্কুলের অবস্থানে ৪র্থ হয়েছে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পেয়েছে ৩২২টি জিপিএ-৫। পঞ্চম অবস্থানে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, জিপিএ-৫ পেয়েছে ২৩০ জন। ৬ষ্ঠ অবস্থানে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন। ৭ম চাঁদপুর আলআমিন একাডেমি জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন, ৮ম অবস্থানে রয়েছে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন। ৯ম অবস্থানে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন, ১০ম অবস্থানে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন।
বোর্ড ফলাফল সূত্রে জানা গেছে, গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন। এবছর তার তুলনায় ৮ হাজার ৩৭৫ জন জিপিএ-৫ কম পেয়েছে।
প্রকাশ: শরিবার, ২৯ জুলাই ২০২৩, সকাল ০৭:৫১
Discussion about this post