নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামের মানিকমুড়া পাড়ায় রাশেদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। বুধবার রাতে বসত ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
নিহত রাশেদা ওই গ্রামের বেলজিয়াম ফারুক বাড়ির মৃত আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়া অবস্থায় রাশেদা বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ির লোকজন বৃদ্ধা রাশেদের ঘরে গোংরানির শব্দ শুনে ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদার মেয়ে জান্নাতুল বলেন, আমার মাকে আমার ভাইয়ের শ্বশুর কাঞ্চন খুন করেছেন। আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এমদাদুল হক ভূঁইয়া বলেন, শুনেছি সন্ধ্যায় অজ্ঞাত লোকজন তাদের ঘরে ঢুকে ওই নারীকে কুপিয়ে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
জোড্ডা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি ওই নারীকে কে-বা কাহারা হত্যা করে তার স্বর্ণ গহনা ও মোবাইল ফোন নিয়ে যায়। তবে স্থানীয় অনেকে বিষয়টি রহস্যজনক বলে ধারণা করছে।
নাঙ্গলকোট থানা ওসি ফারুক হোসেন বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম তদন্তের কাজ করছে।
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই ২০২৩, রাত ১২:২৬
Discussion about this post