লাকসাম প্রতিনিধি
‘নিরাপদ মাছে ভরবো দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা শেষে ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. ইউনুছ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উত্তরদা ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী।
অনুষ্ঠানে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে অবদানের স্বীকৃতি স্বরূপ লাকসাম ভাটিয়াভিটা গ্রামের মেসার্স হোসেন মৎস্য খামারের স্বত্ত্বাধিকারী উত্তরদা ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন, রুই জাতীয় মাছের মিশ্র চাষের জন্য কায়সার ফিশারিজ এর স্বত্ত্বাধিকারী লাকসাম গাজীমুড়া গ্রামের মোহাম্মদ শহীদ কায়সার এবং সমাজভিত্তিক মাছ চাষে অবদানের স্বীকৃতিস্বরূপ আতাকরা মিজিয়াপাড়া একতা মৎস্য চাষ কমিউনিটি এন্টারপ্রাইজকে সম্মাননা ক্রেস্ট, পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই ২০২৩, সকাল ০৯:২৮
Discussion about this post