নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম।
তিনি জানান, দুই বছর বয়সী মেয়েকে নিয়ে বিজয়পুর বাজার ও আশেপাশের এলাকায় ভিক্ষা করতেন মা।
বুধবার সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে বিজয়পুর রেলক্রসিং পার হওয়ার সময় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত দুইজনের পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। মারা যাওয়া মায়ের বয়স আনুমানিক ৪০ বছর। তাদের মরদেহ পুলিশ হেফাজতে আছে।
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩, রাত ০১:৩২
Discussion about this post