সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় স্থানীয়রা লাশ দুটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত উল্লাহ চৌধুরী (২২) নামে কুমিরার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হন।
উদ্ধার হওয়া শিক্ষার্থী মারুফের বাড়ি কুমিল্লা। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগে ছাত্র। এনায়েত উল্লাহ চৌধুরীর বাড়ি ভৈরব। তিনি কোরআনিক সাইন্স বিভাগের ছাত্র। তারা উভয়ে তৃতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন।
কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেছি। তাদের না পেয়ে এবং অন্ধকার হয়ে যাওয়াতে আমরা ফিরে এসেছি। রাত সাড়ে ১০টায় সমুদ্রে দুটি লাশ পড়ে আছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করি।
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩, রাত ১১:১৫
Discussion about this post