নিজস্ব প্রতিবেদক
২০২০ সালের ২৮ অক্টোবর কুমিল্লার দাউদকান্দিতে শিশু মরিয়ম বেগমকে (৭) হত্যার দায়ে এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর পূর্বপাড়ার বাসিন্দা মৃত শাহআলমের ছেলে মো. এনামুল এলাহী শুভ এবং তার স্ত্রী মৃত নূরুদ্দিন আহমেদের মেয়ে মোসা. নাদরাতুল নাঈম আহমেদ।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. রফিকুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট জাহিদ হোসেন।
মামলার বিবরণে জানা যায়- ২০২০ সালের ২৭ অক্টোবর কিশোরগঞ্জের হোসেনপুর থানাধীন বীর পাইকসা গ্রামের মো. সিরাজুল ইসলামের মেয়ে শিশু মরিয়ম বেগমকে (৭) শারীরিক নির্যাতন করে হত্যা করেন আসামিরা। পরে ২০২০ সালের ২৯ অক্টোবর মরিয়মের বাবা হত্যা মামলা করেন।
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩, রাত ১১:২৪
Discussion about this post