কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক শাহ একলিমুর রেজা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
বুধবার (১৯ জুলাই) মধ্যরাতে কুমিল্লা মুন হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি হৃদরোগজনিত রোগে ভুগছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।
ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, রাত আনুমানিক ৮টার দিকে চাঙিনির ভাড়া বাসায় তিনি স্ট্রোক করেন তিনি। পরে তাকে কুমিল্লা মেডিকেলে কলেজে নিয়ে যাওয়া হলে আইসিইউতে ভর্তির নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে মুন হসপিটালে নিয়ে আসা হলে আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। একলিমুর রেজাকে নড়াইলের নিজ বাড়িতে দাফন করা হবে জানান তার স্বজনরা। এদিকে শিক্ষক একলিমুর রেজার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই ২০২৩, বেলা ১২:১৪
Discussion about this post