নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। কোন ছলচাতুরিতে আর কাজ হবে না। নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। সরকার যত মামলা হামলা করুক তাতে কোনো লাভ হবে না।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে নগরীর বিভিন্ন পয়েন্টে থেকে পদযাত্রা নিয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা মহানগর বিএনপির উৎবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু, নিজাম উদ্দিন কায়ছার প্রমুখ।
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই ২০২৩, রাত ১২:২০
Discussion about this post