অনুমতি চেয়ে ফের চিঠি
জামায়াত ২১-২২ জুলাই সমাবেশ করতে চায় সিলেট ও চট্টগ্রামে
রেনেসাঁ ডেস্ক
জামায়াতে ইসলামী অনুমতি না পাওয়ায় শনিবার সিলেট রেজিস্ট্রি মাঠে সমাবেশ করতে পারেনি। নাশকতার আশঙ্কায় সিলেট মেট্রোপলিটন পুলিশ অনুমতি দেয়নি। পরে নগরীর কুদরত উল্লাহ মার্কেটের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।
অনুমতি না দেওয়াকে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার হরণের অভিযোগ তুলে তিনি আগামী ২১ জুলাই একই স্থানে আবার সমাবেশ করার কথা জানান। অনুমতির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবারও চিঠি দেওয়া হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আগামীতে পুলিশ নমনীয় হয়ে অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন নগর আমির।
এ সময় জেলা দক্ষিণের আমির অধ্যাপক আব্দুল হান্নান, জেলা উত্তরের আমির হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগরের নায়েবে আমির সোহেল আহমদ, সেক্রেটারি শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘গোয়েন্দা তথ্যে নাশকতার বিষয়টি জানতে পেরে জামায়াতকে অনুমতি দেওয়া হয়নি। ভবিষ্যতে দেওয়া হবে কিনা, তা এ মুহূর্তে বলা যাবে না।’
এদিকে রেজিস্ট্রি মাঠ পরিদর্শনের সময় শুক্রবার আটক জামায়াতের সাত নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুরোনো বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। তারা হলেন– আজিজুল ইসলাম, এএসএম রুবেল, মারুফ আহমদ, আবুবকর সিদ্দিক, মাইদুল ইসলাম, হোসেন আহমদ ও মাহমুদুল আলম।
অন্যদিকে, আগামী ২২ জুলাই চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে সমাবেশ করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে আবারও চিঠি দিয়েছে জামায়াত। শনিবার দুপুরে নগর জামায়াতের একটি দল এ চিঠি পৌঁছে দেয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার জন্য চিঠি দিলেও পুলিশ অনুমতি দেয়নি।
মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, ‘১০ দফা দাবি আদায়ে লালদীঘি ময়দানে সমাবেশ করতে আমরা নগর পুলিশের কাছে অনুমতি চেয়েছি। আশা করি, এবার অনুমতি পাব।’ নগর জামায়াতের দপ্তর সম্পাদক এএইচএম কামাল বলেন, ‘দুপুরের দিকে একটি প্রতিনিধি দল সিএমপি কার্যালয়ে গেলেও সবাইকে ভেতরে যেতে দেওয়া হয়নি। পরে আইনজীবী শামসুল আলম ও কবির আহমদ অনুমতির আবেদনপত্র জমা দেন।’
নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক জানান, সিএমপি কমিশনারের কাছে জামায়াত সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। ভেবেচিন্তে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রকাশ: রবিবার, ১৬ জুলাই ২০২৩, রাত ১২:৪৭
Discussion about this post