নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল এর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের সাবেক ভিপি এডভোকেট জসিম উদ্দিন সরকার বলেছেন, মজলুম মানুষের মুক্তির জন্য আইনজীবীদের কাজ করতে হবে। একজন মজলুমের দোয়া ও আল্লাহর রহমতের মধ্যে কোন পর্দা থাকে না।আইনজীবীদের মজলুমের পক্ষে দাঁড়াতে হবে। অসহায় মজলুমদের সেবা দেয়ার মাধ্যমে নিজেদেরকে সমাজের মডেল হিসাবে উপস্থাপন করতে হবে। আজ দেশে সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগী সাধারণ মানুষ। বর্তমানে সারাদেশে অন্যায় ,অবিচার,সুদ ঘুষ,দুর্নীতিতে পুরো জাতীকে গ্রাস করে চলছে। এ অবস্থায় দেশে ন্যায়বিচার,আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে ।
গতকাল বুধবার বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল কুমিল্লা বার ইউনিট উদ্যেগে কুমিল্লা আইনজীবী সমিতিতে ২০২৩ সালে যোগদানকারী আইনজীবীদের নিয়ে এক নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্য এড. জসিম উদ্দিন সরকার আরো বলেন, কুমিল্লাবার একটি প্রাচীন বার, এই বারে দেশে খ্যাতনামা অনেক আইনজীবী আইনীপেশা শুরু করছেন এই বারের মাধ্যমেই। তিনি নবাগত আইনজীবীদের উদ্দেশ্য বলেন, ইসলাম হচ্ছে মানুষের জন্য পরিপূর্ণ জীবনবিধান। আল্লাহর হুকুমে পরিচালিত মুমিনের প্রতিটি কাজই হচ্ছে ইবাদত। সততার সাথে আইনি পেশায় টিকে থাকার জন্য পরিশ্রম করতে হবে। একজন ভালো আইনজীবী হতে হলে পড়ালেখার কোন বিকল্প নেই। নতুন আইনজীবীদের সব সময় অধ্যায়ন করতে হবে বেশি করে। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আইনি পেশাকে সামনে এগিয়ে নিতে হবে। তবেই মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মতিউর রহমান আখন্দ। তিনি বলেন,আইনের শাসন প্রতিষ্ঠার নিজেদরেকে যোগ্য ও দক্ষ আইনজীবী হিসাবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ল”ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। দেশে সকল ক্ষেত্রে আজ দলীয়করন করা হচ্ছে। দল মত ধর্ম সকল মানুষেকে নিয়ে দেশকে রক্ষা করতে হবে। সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সংবর্ধনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল কুমিল্লা বার ইউনিটের প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল কুমিল্লা বার ইউনিটের উপদেষ্টা অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল কুমিল্লা বার ইউনিট এর সভাপতি এ জে এম ছালেহ উদ্দিন খন্দকার এর সভপতিত্বে এড বদিউল আলম সুজন এর পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন এড,কাইমুল হক রিংকু, কুমিল্লার বারের সাবেক সভাপতি এড ইসমাইল মিয়া, এড. কাজী নাজমুস সাদত, এড. শরিফুল ইসলাম, কুমিল্লা আইনজীবি সমিতির সহ-সাধারণ সম্পাদক এড. এয়াকুব আলী চৌধুরী, এড, সিরাজুল ইসলাম, এড. নজির আহম্মেদ হোসাইনী, আবদুল আউয়াল, এড. ইব্রাহিম মনির সহ অনেকে।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, সকাল ০৮:৪৪
Discussion about this post