বরুড়া প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবীর হোসেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে। তিনি ঐতিহ্যবাহী আড্ডা আমিন বাড়ির সন্তান। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
সোমবার (১০ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মোছা. রোখছানা আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন প্রকাশের পর বেলা দেড়টায় উপাচার্যের উপস্তিতিতে যোগদান করেন তিনি।
এর আগে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ধারা ১৩ (১) অনুযায়ী ড. মোঃ কবির হোসেন, অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।
নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক অধ্যাপক ড. কবীর হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণের জন্যে আমি সম্ভাব্য সবকিছু করতে সচেষ্ট থাকব। বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের সুযোগ সুবিধা কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে কাজ করবো। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সহ সামগ্রিক পরিবেশকে সুন্দর রাখার জন্য সর্বদা চেষ্টা করে যাব। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।’ তাকে এ দায়িত্ব অর্পণের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি দেলোয়ার হোসেন শুভেচ্ছা জানিয়ে বলেন, কুমিল্লার কৃতি সন্তানকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেয়ায় কুমিল্লাবাসী আরও একধাপ সামনে এগিয়ে গেল। উনার নেতৃত্বের সফল ধারায় এগিয়ে যাবে প্রাণের বিশ্ববিদ্যালয়। দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতায় কুমিল্লা স্টুডেন্টস এসোসিয়েশন সব সময় পাশে থাকবে।
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩, সকাল ০৭:৪২
Discussion about this post