দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
দাগনভূঞায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার দুলা মিয়া কটন স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ জানায়, ফেনী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি দাগনভূঞার দিকে যাচ্ছিল। উপজেলার দুলা মিয়া কটন মিলের কাছে অটোরিকশাটি আসলে নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশার যাত্রী শুভ (৩৫) ও এক নারী ঘটনাস্থলে নিহত হন। শুভর বাড়ি জেলার শুধারাম থানায় এবং নারীর ঠিকানা ও পরিচয় জানা যায়নি।
নিহত দুইজনের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে মহিপাল হাইওয়ে পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল জানিয়েছেন।
প্রকাশ: সোমবার, ১১ জুলাই ২০২৩, রাত ০৭:৪১
Discussion about this post