দেবিদ্বার প্রতিনিধি
ঘনিয়ে আসছে কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ। পৌরসভা প্রতিষ্ঠার ২১ বছর পর এবারই প্রথম ভোট হচ্ছে দেবিদ্বারে। এজন্য এই নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট হবে এ নির্বাচনের।
এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র পদের আটজন প্রার্থী। এদের মধ্যে প্রথম প্রার্থী হিসেবে আওয়ামী লীগের লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম শামীম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহারে শামীম নির্বাচিত হলে ৩২টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দেবিদ্বার পৌরসভা এলাকাকে ‘ক্লিন ও গ্রীন’ শহরে রূপান্তর করার উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনের এক সপ্তাহ আগে সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় দেবিদ্বার পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারের হল রুমে সাংবাদিক সম্মেলন করে ৩২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন শামীম।
নৌকার প্রার্থী তাঁর চার পৃষ্ঠার ইশতেহারে বলেছেন, তিনি নির্বাচিত হলে করের বোঝা কমিয়ে করের আওতা বাড়াবেন এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর সহনশীল রেখে পুনঃনির্ধারণ করবেন। প্রতিবছর বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা নিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবেন। যানজট ও জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, টেকসই রাস্তাঘাট নির্মাণ-সংস্কার, উন্নত পয়ঃনিষ্কাষন ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, সোডিয়াম স্ট্রিট লাইট স্থাপন করবেন।
এছাড়া পৌর এলাকায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ, পরিত্যক্ত গোমতী নদীতে হাতিরঝিলের আদলে ওয়াকওয়ে নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, মাস্টারপ্লান করে পরিকল্পিত আবাসিক এলাকা প্রতিষ্ঠা, প্রতিটি ওয়ার্ডে পাঠাগার, খেলার মাঠ, শিশুপার্ক নির্মাণ, বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজ প্রতিরোধ, ময়লা অপসারণ ও মশক নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তিগত শিক্ষার প্রসারসহ উন্নত নাগরিক সুবিধা সম্বলিত একটি স্মার্ট পৌরসভা গড়ে তোলার অঙ্গীকার করেন আওয়ামী লীগের এই প্রার্থী।
মো. সাইফুল ইসলাম শামীম বলেন, অনেকেই ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হলে ভুলে যায়। কিন্তু আমি মানুষের জন্যই কাজ করতে এসেছি। নির্বাচিত হলে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। ভোটের সময় ঘনিয়ে আসছে।
এরই মধ্যে চারদিকে নৌকার গণজোয়ার দেখতে পাচ্ছি। আমি নির্বাচিত হলে দেবিদ্বার পৌরসভা এলাকাকে ‘ক্লিন ও গ্রীন’ শহরে রূপান্তর করব ইনশাআল্লাহ।
ইশতেহার ঘোষণার সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিউদ্দিন সফি, সহসভাপতি এ কে এম মনিরুজ্জামান মাস্টার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দিন মাস্টার, মো. রুহুল আমিন ও লিয়াকত আলী খান বাবুল প্রমুখ।
উল্লেখ্য, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভার যাত্রা শুরু হয়। কিন্তু সীমানা নিয়ে আইনি জটিলতা থাকায় গত প্রায় ২১ বছরেও নির্বাচন হয়নি। এবারই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ৩১ মে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে মেয়র পদে ৮, সাধারণ কাউন্সিলর পদে ৬৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছে প্রায় ৪৪ হাজার।
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩, সকাল ০৮:৪২
Discussion about this post