নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেছে তিনটি প্রতিষ্ঠান। এই তিন করপোরেট পরিচালক ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দিয়েছেন।
পাশাপাশি এই তিন প্রতিষ্ঠান ব্যাংকটির পর্ষদ থেকে তাদের মনোনীত পরিচালকদের প্রত্যাহার করে নিয়েছে।
সোমবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এই তথ্য জানানো হয়েছে।
কোম্পানিগুলো হলো আরমাডা স্পিনিং মিলস, কিংসওয়ে এনডেভরস এবং ইউনিগ্লোবস বিজনেস রিসোর্সেস। গত জুন মাসেই প্রতিষ্ঠানগুলো ব্যাংকটির শেয়ার বিক্রি করে দেয় এবং তাদের নিযুক্ত প্রতিনিধিদের পরিচালক পদ থেকে সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, জুন শেষে ব্যাংকটির উদ্যোক্তা–পরিচালকদের শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯০ শতাংশে। গত মে মাসেও উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিত শেয়ারের অংশীদারি ছিল প্রায় ৫১ শতাংশ।
প্রকাশ: সোমবার, ১১ জুলাই ২০২৩, রাত ০৯:৫৭
Discussion about this post