চৌদ্দগ্রাম প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ছালেহা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের মৌলভী আবদুল মালেকের স্ত্রী। এ সময় তার ছেলে মোটরসাইকেলচালক মো. মামুন গুরুতর আহত হন।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে মহাসড়কের আমানগন্ডা নামক স্থানে।
আজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন।
লোকমান হোসেন জানান, আজ সকাল ১১টায় ছেলে মো. মামুনের মোটরসাইকেলের পেছনে বসে মা ছালেহা বেগম চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। আমানগন্ডা নামক স্থানে দ্রুতগতিতে আসা যমুনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে বসা ছালেহা বেগম ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার ছেলে মামুন গুরুতর আহত হন।
তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় বাসটি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত ছালেহা বেগমের ছোট ভাই সেলিম চৌধুরী বলেন, ছালেহা বেগম মঙ্গলবার তার ছেলে মামুনের মোটরসাইকেলের পেছনে বসে বাবার বাড়ি চিওড়াতে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রকাশ: মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩, রাত ০৭:৪৯
Discussion about this post