চৌদ্দগ্রাম প্রতিনিধি
গত ১ জুলাই শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল ঈদপ্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। তিনি বলেন, আমাদেরকে দায়িত্ব পালনে আরো মনযোগী হতে হবে। একটা নতুন সমাজ বিনির্মাণে নিজেকে তৈরী করতে হবে। তিনি বলেন আওয়ামী লীগ নৈতিকভাবে পরাজিত হয়ে গেছে, জামায়াত তার আদর্শ ও শক্তি দিয়ে এদেশের মানুষের মুক্তি আন্দোলন চালিয়ে যাবে। এজন্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উপজেলা আমীর মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার , কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে সাধারণ মানুষের নিকট ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। উপজেলা সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন এর পরিচালনায় উক্ত ঈদ প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় অফিস সম্পাদক ছাত্রনেতা জাহিদুল ইসলাম, জামায়াত নেতা শাহ মুহাম্মদ মিজানুর রহমান, ১৪ গ্রাম পৌরসভা আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা সহকারী সেক্রেটারি মুঃ আবদুর রহিম প্রমুখ।
ঈদ প্রীতি সমাবেশে দেশের ও প্রবাসের বিপুল সংখ্যক নেতা- কর্মী অংশগ্রহণ করেন।
প্রকাশ: সোমবার, ০৪ জুলাই ২০২৩, বেলা ০৩:৪৫
Discussion about this post