মোঃ সাইফুল ইসলাম
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের ঈদ আনন্দ আড্ডা শনিবার দিনব্যাপি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব এতে করেন বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কবি অমৃত দত্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ও বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর রুহুল আমীন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়নের কৃতি সন্তান সমাজ সেবক কাজী শাহ আলম।
এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র মাস্টার রেজাউল হক, মাস্টার আব্দুল গফুর, জাহাঙ্গীর আলম হাজারী, প্রফেসর খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার শাহীন আলম, বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মহসিন, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ মজুমদার, আরিফুর রহমান মিঠু, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স জিএম দেলোয়ার হোসেন ভূঁইয়া, যুবলীগ নেতা ইকবাল হোসেন, দুলাল হোসেন, কলেজ ছাত্রলীগনেতা আরিয়ান বাপ্পি প্রমূখ।
প্রকাশ: রবিবার, ০২ জুলাই ২০২৩, বেলা ০১:৪৬
Discussion about this post