নিজস্ব প্রতিবেদক
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে তার একান্ত সহকারী শাহ আখতারুজ্জামান জানান, খন্দকার মোশাররফ নিউরো জটিলতায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার সঙ্গে গেছেন সহধর্মিণী বিলকিস আক্তার ও ছেলে খন্দকার মারুফ হোসেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন তার বাবা ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
এর আগে, গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। সে সময় খন্দকার মারুফ বলেছিলেন, বাবা পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, সকাল ১১:০৩
Discussion about this post