দেবিদ্বার প্রতিনিধি
দেবিদ্বার পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহণ করায় বিএনপির ৫ স্থানীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। সোমবার (২৬ জুন) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক ৫টি চিঠিতে ওই কারণদর্শানো হয়। নোটিশে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রার্থীদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চাওয়া হয়েছে।
নোটিশ প্রাপ্তরা হলেন, দেবিদ্বার পৌর নির্বাচনে আয়রন মেশিন প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী, কুমিল্লা উ. জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. শাহজাহান মোল্লা, চামচ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী পৌর বিএনপির সদস্য শরিফুল ইসলাম সুমন। কাউন্সিলর প্রার্থী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহসিন সরকার, কাউন্সিলর প্রার্থী ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, কাউন্সিলর প্রার্থী ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রহিম।
নোটিশ প্রাপ্তরা ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে দেবিদ্বার পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী, কুমিল্লা উ. জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. শাহজাহান মোল্লা জানান, কেন্দ্রীয় কমিটি থেকে এখনো কারণ দর্শানো নোটিশ হাতে পাইনি। ফোনে অবগত হয়েছি। লিখিত নোটিশ হাতে পেলে জবাব দেবো।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ২১বছর পর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে দেবিদ্বার পৌরসভা নির্বাচন। এতে ৮ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল সোমবার প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, সকাল ১০:১৩
Discussion about this post