নবীনগর প্রতিনিধি
নবীনগরে জুয়ার আসরে অভিযান চালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মো. ছগির মিয়া (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুড়িঘর গ্রামের মৃত আবু সালাম মিয়ার ছেলে।
মঙ্গলবার বিকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে উপজেলার কুড়িঘর গ্রামের জাহান ইটভাটার পাশে কিছু লোক জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে গিয়ে তিন জুয়াড়িকে আটক করে পুলিশ। এ সময় আরও কয়েকজন পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ওই জুয়াড়ি দলে থাকা ছগির মিয়া পালাতে গিয়ে পানিতে ঝাঁপ দেন। মঙ্গলবার বিকালে নান্দুরা গ্রামের পূর্বপাশে তিতাস নদীতে ছগির মিয়ার লাশ ভেসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
নবীনগর থানার ওসি সাইফউদ্দিন আনোয়ার বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়ারিকে আটক করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছগির মিয়ার মৃত্যু কিভাবে হয়েছে পুলিশ এখনো নিশ্চিত নয়। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ।
প্রকাশ: বুধবার, ২৮ জুন ২০২৩, রাত ১২:২৩
Discussion about this post