নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার ওরফে নাঈম হত্যা মামলার বিচার এক বছর পরও শুরু হয়নি। অভিযোগ গঠনের জন্য মামলাটি কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নম্বর আদালতে রয়েছে। হত্যা মামলার চার আসামি বর্তমানে জামিনে আছেন।
সোমবার দুপুরে মামলার বাদী মহিউদ্দিনের মা নাজমা আক্তার এসব তথ্য জানিয়েছেন। এ মামলার দ্রুত নিষ্পত্তি ও চার আসামির যথাযথ শাস্তি দাবি করেন তিনি। মহিউদ্দিন সরকার (২৮) ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মোশারফ হোসেন সরকারের ছেলে। তিনি কুমিল্লার ডাক পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।
নাজমা আক্তার বলেন, এ মামলার বিচারকাজ এখনো শুরু হয়নি। এক আসামি বন্দুকযুদ্ধে মারা গেছেন। এখন যে চার আসামি রয়েছেন, তাঁদের ফাঁসি চান। মামলার আসামিরা সবাই চোরাকারবারি।
পরিবার, থানা-পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন সরকারকে বাড়ি থেকে ডেকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল–সংলগ্ন হায়দ্রাবাদ এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নিয়ে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়। ১৪ এপ্রিল তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার–পাঁচজনের বিরুদ্ধে বুড়িচং থানায় হত্যা মামলা করেন মহিউদ্দিনের মা।
মামলার এজাহারভুক্ত তিন আসামির মধ্যে একজন ছিলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. রাজু (৩৫)। গত বছরের ১৬ এপ্রিল রাতে উপজেলার গোলাবাড়ী সীমান্তে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি মারা যান। এরপর মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি কুমিল্লার বুড়িচং উপজেলার বিনন্দিয়ারচর গ্রামের মো. ফরহাদ মৃধা (৩৮) ও কংশনগর গ্রামের মো. ইকবাল আখন্দ (৩১) এবং সন্দেহভাজন হিসেবে বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের মো. নুরু মিয়া (৬৭) ও মো. সুজনকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলাটি তদন্ত করেন বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুর রহমান। পরে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়। গত বছরের ২২ নভেম্বর পিবিআইয়ের পরিদর্শক মো. মোবারক হোসেন খান চার আসামির নামে আদালতে অভিযোগপত্র দেন। আগামী ৬ জুলাই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। মামলার চার আসামি উচ্চ আদালত থেকে বর্তমানে জামিনে আছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর আলম ভূঞা বলেন, গত বছরের ২২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলা অভিযোগ গঠনের অপেক্ষায় আছে।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি আইনজীবী নেয়ামত উল্লাহ খান বলেন, অভিযোগ গঠন হলেই মামলার বিচারকাজ শুরু হবে।
প্রকাশ: সোমবার, ২৬ জুন ২০২৩, সন্ধ্যা ০৬:২৩
Discussion about this post