কলকাতা প্রতিনিধি
বাংলাদেশের নারায়ণগঞ্জের কনে আর পশ্চিমবঙ্গের বর্ধমানের বর। দুজনের সময় কাটানোর কথা ছিল বাসরঘরে, ফুল ছিটানো বিছানায়। তার বদলে তাদের দিন রাত কাটাতে হচ্ছে জেলের প্রকোষ্ঠে। আলাদা ভাবে। নারায়ণগঞ্জের এনায়েতনগরের আঠারো বছরের তরুণী নুয়াজ মিম আর বর্ধমানের তেঁতুলতলার বাসিন্দা ২২ বছরের শেখ শামীমের মিলনের পথে কাঁটা আইনের রক্তচক্ষু। কারণ, মিম প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে এসেছে বৈধ কাগজপত্র ছাড়াই। ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং স্কোয়াডের রক্তচক্ষু আইন দো হংস কে বিছর করেছে। ফেসবুকে আলাপ মিমের সঙ্গে শামিমের। আলাপ প্রলাপে পরিণত হতে দেরি হয়নি। গভীর প্রেমে নিমজ্জিত হয় মিম আর শামীম।
শামীম বাংলাদেশ যেতে পারেনি। মিম একদিন কাঁটাতারের বেড়া উপেক্ষা করে, দালাল ধরে চলে এলো এপারে। সোজা বর্ধমানের প্রেমিকের বাড়িতে। দুই তরুণ-তরুণীর বিয়ের আয়োজন পাকা। এমন সময় অ্যান্টি ট্রাফিকিং স্কোয়াডের অফিসাররা এলেন শামীমের বাড়িতে। মিমের কাছে কাগজপত্র চাইলেন তাঁরা। মিম জন্মের সনদ ছাড়া কিছুই দেখাতে না পাড়ায় তাঁরা গ্রেপ্তার করেন মিমকে। সঙ্গে শামীমকেও। হবু দম্পতি এখন জেলের ঘানি টানছেন।
প্রকাশ: সোমবার, ২৬ জুন ২০২৩, রাত ০৭:২১
Discussion about this post