নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর জনবহুল বিপণিবিতান এলাকা মনোহরপুরে ইজাজুল হক (২৮) নামের এক যুবককে তাড়া করে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার দ্বিতীয় দিন অতিবাহিত হতে চললেও সোমবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পরিবার থেকে এখনো কোনো মামলা হয়নি।
হত্যাকাণ্ডের নেপথ্যের কোনো কারণ উদঘাটন হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি জানান, মামলার এজাহার দাখিল হোক। এর আগে কোনো মন্তব্য করতে চাই না।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর জনবহুল এলাকা মনোহরপুরের বিপণিবিতান এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ইজাজকে। সে জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের গাবতলী মনিপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার ফাইন্ড টাওয়ারের সামনে কয়েকজন লোক এসে এক যুবককে মারধর করে। দৌড়ে পালাতে গেলে আনন্দ সিটির সামনে হোঁচট খেয়ে পড়ে যায়। যুবকটিকে তিন-চারজন দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নিলে সে মারা যায়।
একটি সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে মাদকের টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হতে পারে।
প্রকাশ: সোমবার, ২৬ জুন ২০২৩, রাত ০৮:১১
Discussion about this post